জাপানের নারা প্রদেশে বাস করা কাটায়ামা দম্পতির গল্প অবাক করে দিয়েছে সারা দেশকে। স্বামী ওতোউ কাটায়ামা টানা ২০ বছর ধরে তাঁর স্ত্রী ইয়ুমি কাটায়ামার সঙ্গে একটি শব্দও বলেননি, যদিও তাঁরা একই ছাদের নিচে থেকেছেন এবং তিনটি সন্তান বড় করেছেন। এই অদ্ভুত নীরবতার সময়, ওতোউ শুধুমাত্র মাথা নাড়িয়ে বা হুঁ-হাঁ করে যোগাযোগ
করতেন। স্ত্রী ইয়ুমি কখনও বুঝতে পারেননি, কেন তাঁর স্বামী হঠাৎ এমন আচরণ শুরু করলেন। বিষয়টি সামনে আসে তাঁদের ১৮ বছর বয়সী ছেলে ইয়োশিকির মাধ্যমে। সে একটি হোক্কাইডো ভিত্তিক টেলিভিশন অনুষ্ঠানে যোগাযোগ করে, যাতে তার বাবা-মার সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়। অনুষ্ঠানের আয়োজকরা এক অভিনব পরিকল্পনার মাধ্যমে তাঁদের প্রথম ডেটের স্থান — নারা পার্কে একটি সাক্ষাতের আয়োজন করে। সেখানে বহু বছর পর স্ত্রীর সঙ্গে কথা বলেন ওতোউ। তিনি বলেন, "এতদিন কোনো কথা হয়নি… তুমি সন্তানদের নিয়ে খুব ব্যস্ত ছিলে। ইয়ুমি, তুমি অনেক কষ্ট সহ্য করেছো। আমি সবকিছুর জন্য তোমার কাছে কৃতজ্ঞ।" এই আবেগঘন মুহূর্তে তাঁদের সন্তানরা কেঁদে ফেলে এবং টেলিভিশন দর্শকরাও এই দৃশ্য দেখে গভীরভাবে মুগ্ধ হন। ওতোউ পরে জানান, স্ত্রীর প্রতি ঈর্ষা থেকেই তিনি এমন আচরণ শুরু করেন — স্ত্রী সন্তানদের প্রতি যতটা মনোযোগ দিচ্ছিলেন, তা তাঁকে একরকম অবহেলিত বোধ করিয়েছিল। এই ঘটনা জাপানে এক আলোচনার জন্ম দেয় এবং অনেকেই বলেন, সম্পর্ক রক্ষায় শুধু ভালোবাসা নয়, নিয়মিত যোগাযোগও অপরিহার্য। সূত্র: Hokkaido Television, Independent UK
বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবিস্তারিত...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে অন্তত ১৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ১৩৪ জনের নমুনা পরীক্ষা করে এদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে ২৪ ঘণ্টায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি। বৃহস্পতিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদবিস্তারিত...