.jpg-2025-12-08T12-58-34.676Z.jpg&w=3840&q=100)
জাপানে গত এক বছরে ১৮ হাজারের বেশি ডিমেনশিয়ায় আক্রান্ত প্রবীণ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছেন। পরে তাদের প্রায় ৫০০ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দেশটির পুলিশ জানায়, ২০১২ সালের পর থেকে এ ধরনের ঘটনার সংখ্যা দ্বিগুণ হয়েছে। বিশ্বের সবচেয়ে বয়স্ক জনগোষ্ঠীর দেশটিতে শ্রমশক্তি কমে যাওয়ার পাশাপাশি বিদেশি কর্মী নিয়োগে কঠোর
সীমাবদ্ধতা পরিস্থিতিকে আরও সংকটপূর্ণ করে তুলেছে। ডিমেনশিয়াকে বড় নীতিগত চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে জাপান সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী, ডিমেনশিয়ার চিকিৎসা-সংক্রান্ত ব্যয় ২০২৫ সালে ৯ ট্রিলিয়ন ইয়েন থেকে দশকের শেষে ১৪ ট্রিলিয়ন ইয়েনে পৌঁছাতে পারে। নিখোঁজ প্রবীণদের দ্রুত খুঁজে পেতে প্রযুক্তিনির্ভর পদ্ধতির ব্যবহার বাড়ছে। অনেক পরিবার জিপিএস-সম্বলিত ডিভাইস ব্যবহার করছে, যা দেহে বা পোশাকে লাগানো যায় এবং নির্দিষ্ট এলাকা থেকে বের হলে কর্তৃপক্ষকে সতর্কবার্তা পাঠায়। বিভিন্ন শহরে দোকান ও কমিউনিটি নেটওয়ার্কের মাধ্যমে রিয়েল-টাইম নোটিফিকেশন সিস্টেম চালু করা হয়েছে, যাতে কয়েক ঘণ্টার মধ্যেই অনেক নিখোঁজ প্রবীণকে খুঁজে পাওয়া যায়। ডিমেনশিয়া শনাক্ত করতে প্রযুক্তির ব্যবহারও বাড়ছে। ফুজিৎসুর ‘এআই গেইট’ হাঁটার ভঙ্গি ও নড়াচড়া বিশ্লেষণ করে প্রাথমিক লক্ষণ ধরতে পারে। কোম্পানিটির মুখপাত্র হিদেনরি ফুজিওয়ারা জানান, বয়সজনিত রোগ দ্রুত শনাক্ত করা হলে ডাক্তাররা আরও কার্যকর উদ্যোগ নিতে পারেন। প্রবীণদের পরিচর্যায় সহায়তায় রোবটও তৈরি হচ্ছে। ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তৈরি করছেন ১৫০ কেজি ওজনের ‘এয়ারেক’, যা মোজা পরানো, ডিম ভাজা বা পোশাক গোছানোর মতো কাজ করতে পারে। ভবিষ্যতে ডায়াপার বদলানোসহ আরও কাজ করার সক্ষমতাও যুক্ত করা হবে বলে আশা করছেন গবেষকেরা। অনেক সেবাকেন্দ্রে ইতোমধ্যেই রোবট ব্যবহৃত হচ্ছে—রোগীর সঙ্গ দেওয়া, গান শোনানো, ব্যায়াম করানো থেকে শুরু করে রাতে সেন্সরের মাধ্যমে ঘুম ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ পর্যন্ত। ১২ সেমি আকারের ‘পোকেতোমো’ নামের ছোট রোবট ব্যবহারকারীদের ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেয়, আবহাওয়া অনুযায়ী পরামর্শ দেয় এবং নিঃসঙ্গতার অনুভূতি কমাতে কথা বলে। শার্পের উন্নয়ন ব্যবস্থাপক মিহো কাগেই বলেন, সামাজিক সমস্যা সমাধানে নতুন প্রযুক্তির ব্যবহারই তাদের লক্ষ্য। তবে গবেষকেরা মনে করেন, প্রযুক্তি কখনো মানবিক সংযোগের বিকল্প হতে পারে না। ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তামন মিয়াকে বলেন, রোবট মানবসেবকদের পরিপূরক হবে, তাদের বিকল্প নয়। ডিমেনশিয়া সচেতনতার উদ্যোগ হিসেবে টোকিওর সেনগাওয়ায় ‘ভুল অর্ডারের রেস্তোরাঁ’ তৈরি করেছেন আতিকো কাননা, যেখানে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিরা অতিথিদের অর্ডার গ্রহণ করেন। প্রতিষ্ঠাতা জানান, তার বাবাকে দেখে তিনি এমন একটি স্থান তৈরি করতে চেয়েছিলেন, যেখানে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিরা মানুষের মাঝে থাকতে পারবেন। এখানে কাজ করা তোশিও মোরিতা বলেন, মানুষের সঙ্গে দেখা করা ভালো লাগে—প্রত্যেক মানুষ আলাদা, আর সেটাই তার কাছে আনন্দের।** সূত্র: বিবিসি

চার দিনের সফরে আজ বুধবার (২৮ মে) জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। জাপানের সহযোগিতায় মাতারবাড়ী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (মিডি) বাস্তবায়ন করছে বাংলাদেশ। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রকল্পের বাকি কাজ দ্রুত শেষ করার অনুরোধ জানাবেন প্রধান উপদেষ্টা। প্রধানবিস্তারিত...
.jpg-2025-10-05T12-18-54.246Z.jpg&w=3840&q=100)
জাপানের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তাদের নতুন দলীয় প্রধান হিসেবে নির্বাচিত করেছে সানায়ে তাকাইচিকে। এর মাধ্যমে জাপানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। শনিবার অনুষ্ঠিত দলীয় প্রধান নির্বাচনে ৬৪ বছর বয়সী তাকাইচি জয়ী হন তাঁর প্রতিদ্বন্দ্বীবিস্তারিত...
.jpg-2025-10-11T13-02-00.563Z.jpg&w=3840&q=100)
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শেষ করার প্রাথমিক চুক্তিকে স্বাগত জানিয়েছে জাপান এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সৎভাবে এই চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ইওয়া তাকেশি বলেন, “এই চুক্তি পরিস্থিতি শান্ত করার এবং দুইবিস্তারিত...

টোকিও ০৭ নভেম্বর ২০২৫; টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস আজ (৭ নভেম্বর ২০২৫) জাপানের নাগোয়া শহরের এক মিলনায়তনে 'বাংলাদেশ- জাপানের জন্য দক্ষ মানবসম্পদ সমৃদ্ধ একটি অত্যন্ত সম্ভাবনাময় উৎস' শীর্ষক সেমিনার এবং পরবর্তীতে একটি ম্যাচিং ইভেন্টের আয়োজন করে। জাপান আন্তর্জাতিক প্রশিক্ষণার্থী ও দক্ষ কর্মী সহযোগিতাবিস্তারিত...