‘ইরানের স্বাধীনতা আসন্ন’—বিক্ষোভকারীদের উদ্দেশে রেজা পাহলভির বার্তা
১২ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভি ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশে দেওয়া এক পোস্টে বলেছেন, দেশের স্বাধীনতা আসন্ন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি লেখেন, “গত দুই সপ্তাহে, বিশেষ করে গত চার দিনে, আপনারা দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের মাধ্যমে অবৈধ ইসলামি প্রজাতন্ত্রের ভিত কাঁপিয়ে দিয়েছেন।”
তিনি আরও লেখেন, “ইসলামি প্রজাতন্ত্রকে উৎখাত করতে
এবং আমাদের প্রিয় ইরানকে পুনরুদ্ধারে আমি জাতীয় অভ্যুত্থানের একটি নতুন পর্ব ঘোষণা করছি।”
পোস্টে রেজা পাহলভি বলেন, “ইরানের স্বাধীনতা আসন্ন। আমরা একা নই। শিগগিরই আন্তর্জাতিক সহায়তা পাওয়া যাবে।”
অর্থনৈতিক সংকট ও উচ্চ মুদ্রাস্ফীতির প্রেক্ষাপটে ইরানে গত কয়েকদিন ধরে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। চলতি দফার বিক্ষোভ শুরু হয় ২৮ ডিসেম্বর।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার ও অ্যাডভোকেসি সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানায়, এ পর্যন্ত এসব বিক্ষোভে ৫৩৮ জন নিহত হয়েছেন এবং গ্রেপ্তার হয়েছেন ১০ হাজার ৬ শতাধিক। সংস্থাটি বলেছে, নিহত ও আটক ব্যক্তির প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তবে ইরান সরকার এখন পর্যন্ত হতাহতদের কোনো আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ইরানের বিক্ষোভের পক্ষে সমর্থন জানিয়ে আসছেন। তিনি দাবি করেছেন, ইরানি কর্তৃপক্ষ কঠোরভাবে আন্দোলন দমন করলে দেশটিতে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করা হবে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানে চলমান নজিরবিহীন সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়েছে ইসরায়েল। দেশটির জনগণের এই আন্দোলনকে “স্বাধীনতার সংগ্রাম” আখ্যা দিয়ে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন প্রকাশ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার।
রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ইরানে গত কয়েক দিন ধরে
নয়াদিল্লিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা উদ্বেগের কারণে আবারও ভারত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলতি বছর এ নিয়ে তৃতীয়বার ভারত সফর স্থগিত করলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে ঘটে যাওয়া
গাজায় শিগগিরই আন্তর্জাতিক বাহিনী প্রবেশ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরই গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী পাঠানোর বিষয়ে সমঝোতা হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ বিষয়ে ট্রাম্প বলেন,
ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার দেশটির বিচার বিভাগ পরিচালিত সংবাদমাধ্যম মিজান নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ রেখে ইরানের স্পর্শকাতর তথ্য ফাঁস