আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে লড়বেন।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে
তিনি জানান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন নির্বাচনে তিনটি আসন থেকে প্রার্থী হচ্ছেন— ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। আর তারেক রহমান প্রার্থী হচ্ছেন বগুড়া-৬ আসনে।
ফখরুল বলেন, “এই নির্বাচন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি সুযোগ। আমরা বিশ্বাস করি, জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনবে।”
দলের প্রাথমিক প্রার্থী তালিকায় আরও রয়েছেন— ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকা-১৪ আসনে বিএনপির তরুণ মুখ ‘মায়ের ডাক’ সংগঠনের কেন্দ্রীয় নেতা সানজিদা ইসলাম তুলি।
এছাড়া ঢাকার অন্যান্য আসনে প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্তরা হলেন—
ঢাকা-১: খন্দকার আবু আশফাক
ঢাকা-২: আমানউল্লাহ আমান
ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায়
ঢাকা-৪: তানভীর আহমেদ রবিন
ঢাকা-৫: নবীউল্লাহ নবী
ঢাকা-৬: ইশরাক হোসেন
ঢাকা-৮: মির্জা আব্বাস উদ্দীন আহমেদ
ঢাকা-১১: এম এ কাইয়ুম
ঢাকা-১২: সাইফুল আলম নিরব
ঢাকা-১৫: শফিকুল ইসলাম খান
ঢাকা-১৬: আমিনুল হক
ঢাকা-১৯: ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন
ঢাকা-২০: মঞ্জুরুল করিম রনি
এর আগে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
বিএনপির নেতারা জানান, নির্বাচনে ধানের শীষ প্রতীকেই জনগণের আশা, অধিকার ও পরিবর্তনের বার্তা বহন করবে — এবং এই নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের আরেকটি ধাপ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের তৃতীয় দিনের শুনানি সোমবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
এদিন নির্বাচন কমিশন (ইসি) মোট ৭০ জনের আপিল শুনানি করে।
মঞ্জুর হয়েছে: ৪০টি
নামঞ্জুর হয়েছে: ২৫টি (এর মধ্যে ১ জন উপস্থিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০১৮ সালের “মিডনাইট ইলেকশন”-এর মতো পরিস্থিতি যদি এবারও তৈরি হয় বা প্রত্যাশিত নির্বাচন হাতছাড়া হয়ে যায়, তাহলে এ জাতিকে বড় মূল্য দিতে হবে। তিনি বলেন, আমরা মনে করি এবার সে রকম পরিবেশ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ইতিহাস বিকৃত করার চেষ্টা হলেও সত্য ইতিহাস কখনো চাপা থাকে না। যাকে তিলে তিলে নিঃশেষ করার চেষ্টা করা হয়েছিল, আজ সেই বেগম খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানের প্রতীক। রাজনৈতিক নিপীড়ন পেরিয়ে তিনি এখন
ঢাকা-৬ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের কমিশনার।
শনিবার (৩ জানুয়ারি) সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার