‘এবারও নির্বাচন হাতছাড়া হলে জাতিকে বড় মূল্য দিতে হবে’ : জামায়াত আমির
১২ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০১৮ সালের “মিডনাইট ইলেকশন”-এর মতো পরিস্থিতি যদি এবারও তৈরি হয় বা প্রত্যাশিত নির্বাচন হাতছাড়া হয়ে যায়, তাহলে এ জাতিকে বড় মূল্য দিতে হবে। তিনি বলেন, আমরা মনে করি এবার সে রকম পরিবেশ সৃষ্টি হবে না, হতে দেওয়া উচিতও না। যেকোনো মূল্যে নিশ্চিত
করতে হবে—এবার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী পরিবেশ সৃষ্টি না হলে জামায়াতের নির্বাচন বয়কটের আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নে ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রতিটি বিশ্বাসযোগ্য নির্বাচনে জামায়াতে ইসলামী অংশ নিয়েছে। শুধু ২০১৮ সালের নির্বাচন বয়কট করা হয়েছিল, যখন পরিষ্কার হয়ে গিয়েছিল যে সেটি প্রকৃত নির্বাচন নয়। তিনি বলেন, “এবারও যদি নির্বাচন হাতছাড়া হয়ে যায়, আমরা জানি না জাতিকে কতটা মূল্য দিতে হবে।”
বৈঠকের বিষয়ে তিনি জানান, ইইউ প্রতিনিধিদল লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি না, কোনো সুনির্দিষ্ট চ্যালেঞ্জ ও অভিযোগ রয়েছে কি না—এসব জানতে চেয়েছে। জামায়াত জানিয়েছে, চ্যালেঞ্জ আছে; তবে আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—বিশেষ করে নির্বাচন কমিশন ও সরকার—এর কাছে বিষয়গুলো তুলে ধরা হবে। সেখান থেকে সমাধান না মিললে জনগণ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জানানো হবে।
ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জামায়াত সরকার গঠন করলে বিশ্বের সব সভ্য, শান্তিকামী ও গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা হবে। প্রতিবেশীদের সঙ্গে থাকবে প্রতিবেশীসুলভ আচরণ, পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক। কোনো নির্দিষ্ট শক্তিবলয়ে ঝুঁকে না পড়ে সবার সঙ্গে বন্ধুত্ব ও সমন্বয় করে দেশ এগিয়ে নেওয়ার নীতি থাকবে।
নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, নির্বাচনী প্রচারে অংশ নেওয়া মা-বোনদের বাধা দেওয়া, এমনকি হিজাব খুলে নেওয়ার মতো ঘটনা অগ্রহণযোগ্য। রাজনৈতিক দলের দায়িত্ব সব শ্রেণি, পেশা ও লিঙ্গের মানুষের প্রতি সম্মান দেখানো।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণ গত ৫৪ বছরের রাজনীতিতে হতাশ; তারা পরিবর্তন চায়। ঐক্যমত্য কমিশনের বৈঠকগুলো থেকে উঠে আসা প্রস্তাব বাস্তবায়ন, ন্যায়বিচার নিশ্চিত এবং দুর্নীতিবিরোধী অবস্থান জোরদার করা জরুরি। তিনি সাংবাদিকদের ‘জাতির সতর্ক পাহারাদার’ হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং দেশবাসীকে সুন্দর নির্বাচন নিশ্চিত করতে সহযোগিতা করার অনুরোধ করেন।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, কিছু মূলধারার গণমাধ্যম একপেশে আচরণ করছে বলে মনে হচ্ছে। গণমাধ্যম দলীয় মাধ্যম নয়; বিবেকের মতো সাদাকে সাদা, কালাকে কালা বলাই তার দায়িত্ব।
বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের তৃতীয় দিনের শুনানি সোমবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
এদিন নির্বাচন কমিশন (ইসি) মোট ৭০ জনের আপিল শুনানি করে।
মঞ্জুর হয়েছে: ৪০টি
নামঞ্জুর হয়েছে: ২৫টি (এর মধ্যে ১ জন উপস্থিত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ইতিহাস বিকৃত করার চেষ্টা হলেও সত্য ইতিহাস কখনো চাপা থাকে না। যাকে তিলে তিলে নিঃশেষ করার চেষ্টা করা হয়েছিল, আজ সেই বেগম খালেদা জিয়া বিশ্বব্যাপী সম্মানের প্রতীক। রাজনৈতিক নিপীড়ন পেরিয়ে তিনি এখন
ঢাকা-৬ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের কমিশনার।
শনিবার (৩ জানুয়ারি) সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার
সারাদেশে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে