নয়াদিল্লি হামলার পর আবারও ভারত সফর বাতিল করলেন নেতানিয়াহু
২৫ নভেম্বর ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক
নয়াদিল্লিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা উদ্বেগের কারণে আবারও ভারত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলতি বছর এ নিয়ে তৃতীয়বার ভারত সফর স্থগিত করলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে ঘটে যাওয়া ভয়াবহ হামলাটি ছিল প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক। এতে
অন্তত ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়। হামলার পর নিরাপত্তা পরিস্থিতির নতুন মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত নেতানিয়াহুর সফর আগামী বছরের আগে হওয়ার সম্ভাবনা কম।
এর আগে ধারণা করা হয়েছিল, বছর শেষ হওয়ার আগেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে নয়াদিল্লি সফর করবেন। কিন্তু তিন দফায় সফর বাতিল হওয়ায় তা আর সম্ভব হচ্ছে না।
গত ৯ সেপ্টেম্বর এক দিনের সফরে ভারতে আসার কথা থাকলেও তিনি তা স্থগিত করেছিলেন। সে সময় আসন্ন পুনর্নির্বাচনকে কারণ হিসেবে দেখান তিনি। এরও আগে এপ্রিলে নির্বাচনের আগে দিল্লি সফর বাতিল করেছিলেন নেতানিয়াহু।
বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর এসব আন্তর্জাতিক সফর তার বৈশ্বিক গ্রহণযোগ্যতা তুলে ধরার কূটনৈতিক প্রচেষ্টার অংশ। গত জুলাইয়ে লিকুদ পার্টির প্রচারণায় ব্যবহৃত ব্যানারে নরেন্দ্র মোদি, ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে নেতানিয়াহুর ছবি উঠে আসে— যা তাকে বিশ্ব নেতাদের সমপর্যায়ে উপস্থাপনের কৌশল হিসেবে দেখা হয়। ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে তাকে অপরিহার্য নেতা হিসেবে তুলে ধরাই রাজনৈতিক শিবিরের লক্ষ্য।
প্রসঙ্গত, নেতানিয়াহুর শেষ ভারত সফর ছিল ২০১৮ সালের জানুয়ারিতে। আর মোদি ২০১৭ সালে ইসরায়েল সফর করেন— যা ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর। দুই নেতার ব্যক্তিগত ঘনিষ্ঠতা নিয়েও দুই দেশের সংবাদমাধ্যমে নিয়মিত আলোচনার জন্ম দেয়।
ইসলামি প্রজাতন্ত্র ইরানে চলমান নজিরবিহীন সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়েছে ইসরায়েল। দেশটির জনগণের এই আন্দোলনকে “স্বাধীনতার সংগ্রাম” আখ্যা দিয়ে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন প্রকাশ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার।
রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ইরানে গত কয়েক দিন ধরে
ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভি ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশে দেওয়া এক পোস্টে বলেছেন, দেশের স্বাধীনতা আসন্ন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি লেখেন, “গত দুই সপ্তাহে, বিশেষ করে গত চার দিনে, আপনারা দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের মাধ্যমে অবৈধ ইসলামি
গাজায় শিগগিরই আন্তর্জাতিক বাহিনী প্রবেশ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরই গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী পাঠানোর বিষয়ে সমঝোতা হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ বিষয়ে ট্রাম্প বলেন,
ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার দেশটির বিচার বিভাগ পরিচালিত সংবাদমাধ্যম মিজান নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ রেখে ইরানের স্পর্শকাতর তথ্য ফাঁস