গাজায় শিগগিরই প্রবেশ করবে আন্তর্জাতিক বাহিনী: প্রেসিডেন্ট ট্রাম্প
৭ নভেম্বর ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক
গাজায় শিগগিরই আন্তর্জাতিক বাহিনী প্রবেশ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরই গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী পাঠানোর বিষয়ে সমঝোতা হয়।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ বিষয়ে ট্রাম্প বলেন, “খুব শিগগিরই গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানো হবে।” তিনি আরও সতর্ক
করে বলেন, “হামাস যদি এ নিয়ে কোনো বাধা সৃষ্টি করে, তাহলে শক্তিশালী দেশগুলোর একটি জোট হস্তক্ষেপ করবে।”
তবে এখন পর্যন্ত হামাসকে নিরস্ত্র করতে কোনো দেশের পক্ষ থেকে সরাসরি শক্তি প্রয়োগের ঘটনা ঘটেনি।
এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় দুই বছরের জন্য একটি অন্তর্বর্তী সরকার ও স্থিতিশীল বাহিনী গঠনের আলোচনায় যাচ্ছে। এরই মধ্যে ট্রাম্পের এই ঘোষণা এসেছে।
জাতিসংঘের পরিকল্পনা অনুযায়ী, ২০ হাজার সেনা নিয়ে একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করা হবে, যারা তাদের নির্দিষ্ট ম্যান্ডেট অনুযায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে।
অন্যদিকে, হামাস এখনো স্পষ্টভাবে জানায়নি তারা নিরস্ত্র হবে কি না। তবে গোষ্ঠীটি জানিয়েছে, তারা রকেটের মতো আক্রমণাত্মক অস্ত্র সমর্পণ করতে রাজি, কিন্তু যতদিন পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হবে এবং ইসরায়েলের দখলদারিত্ব চলবে, ততদিন রাইফেলের মতো প্রতিরক্ষামূলক অস্ত্র তারা রাখবে।
সূত্র: আলজাজিরা
ইসলামি প্রজাতন্ত্র ইরানে চলমান নজিরবিহীন সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানিয়েছে ইসরায়েল। দেশটির জনগণের এই আন্দোলনকে “স্বাধীনতার সংগ্রাম” আখ্যা দিয়ে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন প্রকাশ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার।
রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ইরানে গত কয়েক দিন ধরে
ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভি ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশে দেওয়া এক পোস্টে বলেছেন, দেশের স্বাধীনতা আসন্ন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি লেখেন, “গত দুই সপ্তাহে, বিশেষ করে গত চার দিনে, আপনারা দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের মাধ্যমে অবৈধ ইসলামি
নয়াদিল্লিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা উদ্বেগের কারণে আবারও ভারত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলতি বছর এ নিয়ে তৃতীয়বার ভারত সফর স্থগিত করলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, দুই সপ্তাহ আগে নয়াদিল্লিতে ঘটে যাওয়া
ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার দেশটির বিচার বিভাগ পরিচালিত সংবাদমাধ্যম মিজান নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ রেখে ইরানের স্পর্শকাতর তথ্য ফাঁস