১৬ বছরেই গোল্ডেন গ্লোব জিতে ইতিহাস গড়লেন ওয়েন কুপার
১২ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিবেদক
এমির পর এবার গোল্ডেন গ্লোবের মঞ্চেও নিজের নাম উজ্জ্বল করলেন কিশোর অভিনেতা ওয়েন কুপার। মাত্র ১৬ বছর বয়সেই বিশ্ব বিনোদনের আলো নিজের দিকে টেনে নিয়ে জনপ্রিয় সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা সহ-অভিনেতা (টেলিভিশন) বিভাগে পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন তিনি।
লস অ্যাঞ্জেলেসে জাঁকজমকপূর্ণ আয়োজনে সঞ্চালক নিকি গ্লেজারের
উপস্থিতিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মঞ্চে উঠে টেলিভিশনের ইতিহাসে সর্বকনিষ্ঠ সহ-অভিনেতা হিসেবে পুরস্কার গ্রহণ করে নতুন নজির স্থাপন করেন এই জেন-জি তারকা। যদিও সামগ্রিকভাবে গোল্ডেন গ্লোবের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ বিজয়ী—এর আগে ১৯৮০ সালে মাত্র ৯ বছর বয়সে ‘দ্য চ্যাম্প’ সিনেমার জন্য রিকি শ্রোডার এই রেকর্ড গড়েছিলেন। তবে সহ-অভিনেতা বিভাগে কনিষ্ঠতম বিজয়ীর স্বীকৃতি এখন ওয়েন কুপারের।
পুরস্কার হাতে আবেগাপ্লুত ওয়েন মঞ্চেই স্মরণ করেন তার পথচলার কথা। দর্শক ও বিচারকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এখানে দাঁড়িয়ে থাকা এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে। তিনি জানান, পরিবারসহ এক দীর্ঘ ও রোমাঞ্চকর যাত্রা পাড়ি দিয়েই আজকের এই মুহূর্তে পৌঁছেছেন তারা।
অভিনয় জীবনের শুরুর দিকের একটি স্মৃতিও শেয়ার করেন তিনি। স্কুলের ড্রামা ক্লাসে একমাত্র ছেলে হওয়ায় বিষয়টি তখন বিব্রতকর লাগত বলে জানান ওয়েন, তবে আজ সেই অভিজ্ঞতাই তাকে শিখিয়েছে এবং গড়ে তুলেছে।
নেটফ্লিক্সের আলোচিত লিমিটেড সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ ‘জেমি মিলার’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ান ওয়েন কুপার। সিরিজটি গোল্ডেন গ্লোবের সেরা লিমিটেড সিরিজের পুরস্কারও জিতেছে। এর আগে একই চরিত্রের জন্য ৭৭তম এমি অ্যাওয়ার্ডসেও পুরস্কৃত হন তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনায় ওয়েন ইতোমধ্যেই ‘ফিল্ম ক্লাব’ (২০২৫) এবং ‘উদারিং হাইটস’ (২০২৬)-এর মতো বড় প্রজেক্টে যুক্ত হয়েছেন। অল্প বয়সেই একের পর এক সাফল্যে ওয়েন কুপার এখন বিশ্বজুড়ে কিশোর অভিনেতা ও তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার নাম।
নতুন বছরের শুরুতেই বিশ্বজুড়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ব্যাপক সাড়া ফেলেছে জনপ্রিয় সায়েন্স ফিকশন হরর সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১ জানুয়ারি ভোরে মুক্তি পেয়েছে সিরিজটির পঞ্চম ও চূড়ান্ত সিজনের শেষ পর্ব। এর মধ্য দিয়ে পর্দা নেমেছে কাল্পনিক হকিন্স
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি রিপন মিয়া। পেশায় কাঠমিস্ত্রি হলেও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করে তিনি রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন। নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের এই বাসিন্দার উত্থান যেমন বিস্ময়কর, তেমনি বর্তমানে তিনি উঠে এসেছেন আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে।
২০১৬
বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় গায়ক ও শিল্পী তাহসান রহমান খান জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সংগীত থেকে সরে যাচ্ছেন। দীর্ঘ দুই দশকের উজ্জ্বল ক্যারিয়ারের পর প্রিয় ভক্তদের ভালোবাসার শিখরেই বিদায় নিতে চান তিনি।
রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে
ডিসি স্টুডিওসের কর্ণধার জেমস গান নিশ্চিত করেছেন, ব্লকবাস্টার হিট ‘সুপারম্যান’-এর সিক্যুয়েল তৈরি হচ্ছে। আগের মতো ডেভিড কোহেনসওয়েট আবারও সুপারম্যানের ভূমিকায় থাকবেন।
নতুন সিনেমার নাম ‘ম্যান অফ টুমরো’ এবং এটি ২০২৭ সালের ৯ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে। জেমস গান নিজের সাবেক টুইটার