আমেরিকা
ভেনেজুয়েলায় ক্ষমতা হস্তান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে: ট্রাম্প

৩ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক
ভেনেজুয়েলায় নিরাপদ, সঠিক ও বিচক্ষণতার সঙ্গে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন সেনারা। এ ঘটনার পর ফ্লোরিডার স্থানীয় সময় রাত ১১টায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন।
সংবাদ
সম্মেলনে ট্রাম্প জানান, খুব দ্রুত ও নিখুঁত অভিযানের মাধ্যমে মাদুরোকে আটক করা হয়েছে। অভিযানের সময় ভেনেজুয়েলার সেনারা সেখানে উপস্থিত থাকলেও মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি দাবি করেন।
ট্রাম্প বলেন, “বিশ্বের অন্য কোনো দেশ এমন অভিযান পরিচালনা করতে পারত না, যা যুক্তরাষ্ট্র গতকাল করে দেখিয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই ভেনেজুয়েলার সামরিক সক্ষমতাকে কার্যত অচল করে দেওয়া হয়েছিল। আমাদের সঙ্গে যুক্ত হয়ে ভেনেজুয়েলার সামরিক বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য মধ্যরাতের গভীরে অত্যন্ত সফলভাবে মাদুরোকে আটক করেছে।”
তিনি আরও বলেন, অভিযানের সময় কারাকাস শহরের প্রায় সব আলো নিভিয়ে দেওয়া হয়েছিল, যা যুক্তরাষ্ট্রের বিশেষ কৌশলগত সক্ষমতারই প্রমাণ।
ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে ট্রাম্প বলেন, প্রয়োজনে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফা বড় হামলা চালানো হতে পারে। তবে প্রথম অভিযান সফল হওয়ায় এবং মাদুরো আটক হওয়ায় আপাতত নতুন হামলার সম্ভাবনা নেই।
সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও জানান, নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে।
সূত্র: বিবিসি
এ সম্পর্কিত আরও পড়ুন

৩ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক
মধ্যরাতে কারাকাসে অভিযানে মাদুরো দম্পতি আটক, নিউইয়র্কে নেওয়া হচ্ছে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মধ্যরাতে ঘুমের মধ্যে বেডরুম থেকে আটক করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরে আকস্মিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। অভিযানের
বিস্তারিত...
৪ ডিসেম্বর ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক
সতর্কতার মধ্যেও নিউইয়র্কে যাচ্ছেন নেতানিয়াহু, বললেন ‘হ্যাঁ, আমি আসব’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রকাশ্য সতর্কতা সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন যে তিনি নিউইয়র্ক সফরে যাবেন। মেয়র নির্বাচিত হওয়ার পর মামদানি ঘোষণা করেছিলেন—যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা পরোয়ানা অনুযায়ী সুযোগ পেলে তিনি নেতানিয়াহুকে
বিস্তারিত...
২৫ নভেম্বর ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের ইউক্রেন শান্তি পরিকল্পনা ২৮ দফা থেকে কমিয়ে ১৯ দফা
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ইউক্রেন শান্তি পরিকল্পনা ২৮ দফা থেকে কমিয়ে ১৯ দফায় আনা হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় কয়েক দফা আলোচনার পর এই সংশোধন করা হয়। খসড়ার বিতর্কিত কয়েকটি প্রস্তাব নিয়ে কিয়েভ ও ইউরোপীয় মিত্রদের উদ্বেগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে
বিস্তারিত...
১৫ নভেম্বর ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক
ট্রাম্প বিবিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্যানোরমা তথ্যচিত্রে তার বক্তব্য যেভাবে সম্পাদনা করা হয়েছে, সে বিষয়ে তিনি বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। তিনি আশা করছেন, আগামী সপ্তাহে মামলা হবে, যার পরিমাণ ১ থেকে ৫ বিলিয়ন ডলার হতে পারে।
বিবিসি গত শুক্রবার জানিয়েছে,
বিস্তারিত...
.jpg-2025-04-28T13-08-25.229Z.jpg&w=3840&q=100)
