website logo

শিরোনাম

জাপানের খবর

ঢাকা-টোকিও বিমানের ফ্লাইট স্থগিতে ক্ষুব্ধ জাপান প্রবাসীরা

ঢাকা-টোকিও বিমানের ফ্লাইট স্থগিতে ক্ষুব্ধ জাপান প্রবাসীরা image
২৩ মে ২০২৫
জাপান প্রতিনিধি

টোকিও, জাপান: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা –নারিতা সরাসরি ফ্লাইট স্থগিত করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাপান প্রবাসীরা। ফ্লাইট স্থগিত না করে বরং কাদের দুর্নীতির কারণে এটি লোকসান গুনছে, না কী কোন ষড়যন্ত্ররে বলি হচ্ছে এই ফ্লাইট তা তদন্তেরও দাবি জানিয়েছেন তারা। রোববার (১৮মে, ২০২৫) টোকিওর একটি হোটেলে বাংলাদেশ কমিউনিটি জাপানের

advertise image

আয়োজনে এক মতবিনিময় সভায় এসব ক্থা বলেন তারা। প্রায় ১৭ বছর বিরতির পর ২০২৩ সালের সেপ্টেম্বরে ঢাকা-নারিতা রুটে আবারও সরাসরি ফ্লাইট চালু হলেও মাত্র দেড় বছরের মাথায় আগামী ১ জুলাই থেকে ফ্লাইটটি সাময়িক বন্ধের ঘোষণা দেয় কর্তুপক্ষ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, ফ্লাইট স্থগিতে সরকার যে কারণগুলো উল্লেখ করেছে তা সন্দেহজনক। উল্লেখ্য, চলমান হজ ফ্লাইট, উড়োজাহাজের স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার কারণ দেখিয়ে গত সপ্তাহে ফ্লাইট সাময়িক বন্ধের ঘোষণা দেয় বিমান বাংলাদেশ। অনুষ্ঠানে বিএনপির জাপান শাখার সভাপতি মীর রেজাউল করিম বলেন, দুর্ীতির কারণেই এই ফ্লাইটে লোকসান গুনতে হচ্ছে কী না তা তদন্ত করা দরকার। বিমানের ব্যবস্থাপনা পরিচালকের প্রতি হুশিয়ারী দিয়ে বলেন, ”কারো চক্রান্তে যেন এই ফ্লাইট বন্ধ না হয় সেই দিকে নজর দিন। অন্যথায় আমরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবো” । গত ৬ মাসে প্রতিটি ফ্লাইটেই অন্তত ৯০ শতাংশ যাত্রী থাকতো উল্লেখ করে জাপানে বাংলাদেশী বিশিষ্ট ব্যবসায়ী ড. মাসুম জাকির বলেন, বাংলাদেশে এখন অনেক শিক্ষার্ী আসছেন জাপানে। তাছাড়া জব ভিসা ও অন্যান্য পেশায়ও জাপানে বাংলাদেশী প্রবাসীর সংখ্যা বাড়াছে। ফলে সরাসরি ফ্লাইটে প্রবাসীরা উপকৃত হচ্ছিলেন। ব্যবসা-বাণিজ্যও সম্প্রাসারিত হচ্ছিলো। কিন্তু এই ফ্লাইট বন্ধে ক্ষতির শিকার হবেন তারা, বলেন মাসুম জাকির। বাংলাদেশ থেকে এখন সহজেই এই ফ্লাইটের মাধ্যমে শাক-সবজি, মাছসহ বিভিন্ন পণ্য সহজেই আসতে পারছে উল্লেখ করে বক্তারা বলেন, ঢাকায় বিমান বন্দরের থার্ড টার্মিনাল, জাপানিজ ইকোনোমিক জোন, মেট্রোরেল, মাতারবাড়ী গভীর স্থলবন্দর, জাইকার বিভিন্ন প্রকল্পের কাজেও জাপানিজরাও সরাসরি এই ফ্লাইটের সুবিধা পাচ্ছিলেন। কিন্তু এই ফ্লাইট স্থগিত হওয়ায় আবারও ভোগান্তি যেমন বাড়বে, তেমনি দেশের সুনামও ক্ষুন্ন হবে বলে জানান মতবিনিময় সভার বক্তারা। ফ্লাইট চালু রাখার জন্য প্রধান উপদেষ্টা ড. ইউনূসের হস্তক্ষেপ কামনা করেন, বিশিষ্ট ব্যবসায়ী এম, ডি এস ইসলাম নান্নু। বলেন, ফ্লাইট বাতিলের পেছনে প্রশাসনে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরা জড়িত কী না তদন্ত করা উচিত। বিএনপি জাপান শাখার সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি বলেন, ফ্লাইট পরিচালনায় অনেক অর্থ সাশ্রয় করার সুযোগ আছে। সেটি করলে খরচ কমানো যায়। তা না করে ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত হতাশাজনক। দ্রুত এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এই বিএনপি নেতা। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাপানবাংলা নিউজ ডটকমের সম্পাদক আতিকুর রহমান, টোকিওর বায়তুল আমান গামো মসজিদের খতিব হাফেজ মাওলানা সাবের আহমেদ, বিসিসিআইজের পরিচালক কাজী এনামুল হক, সমাজসেবক হাফেজ আলাউদ্দীন, সাংবাদিক কাজী ইনসানুল হকসহ অন্যান্যরা। সঞ্চালচনা করেন আলমগীর হোসেন মিঠু। ঢাকা-নারিতা রুটে রাষ্ট্রায়ত্ত্ব এই সংস্থাটির প্রথম ফ্লাইট চালু হয়েছিলো ১৯৮১ সালে। দীর্ঘ ২৫ বছর চলার পর ২০০৬ সালে বন্ধ করে দেয়া হয়েছিলো সেই ফ্লাইট। এবার মাত্র দেড় বছর পার হতে আবারও ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হলো।

জাপানে শিক্ষার্থী ভিসা সমস্যা ও সমাধান নিয়ে স্টুডেন্ট কনসালটেন্টদের ঐতিহাসিক বৈঠক image
১৫ এপ্রিল ২০২৫
মোঃ নাজিম উদ্দিন

জাপানে শিক্ষার্থী ভিসা সমস্যা ও সমাধান নিয়ে স্টুডেন্ট কনসালটেন্টদের ঐতিহাসিক বৈঠক

১৪ এপ্রিল ২০২৫ , জাপানে অবস্থানরত বাংলাদেশি স্টুডেন্ট কনসালটেন্টদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাম্প্রতিক VFS এপোয়েন্টম্যান্ট সমস্যা, ভিসা ফাইল দাখিল প্রক্রিয়া, ক্ষুদ্র এজেন্সিদের সমস্যা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে খোলামেলা আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অভিজ্ঞ কনসালটেন্ট নাগামাতসু ফারুকবিস্তারিত...

 জাপানের নারিতায় বিমানের ফ্লাইট স্থগিত image
১৮ মে ২০২৫
নিজস্ব প্রতিবেদক

জাপানের নারিতায় বিমানের ফ্লাইট স্থগিত

আগামী ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রোববার (১৮ মে) সংস্থার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমানবিস্তারিত...

প্রধান উপদেষ্টার জাপান সফর আজ  image
২৮ মে ২০২৫
জাপান প্রতিনিধি

প্রধান উপদেষ্টার জাপান সফর আজ

চার দিনের সফরে আজ বুধবার (২৮ মে) জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। জাপানের সহযোগিতায় মাতারবাড়ী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (মিডি) বাস্তবায়ন করছে বাংলাদেশ। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রকল্পের বাকি কাজ দ্রুত শেষ করার অনুরোধ জানাবেন প্রধান উপদেষ্টা। প্রধানবিস্তারিত...

জাপানে বাংলাদেশি কর্মীর বিশাল সম্ভাবনা: পাঁচ বছরে লক্ষ্য এক লাখ, প্রস্তুতি জোরদার image
২৯ মে ২০২৫
জাপান প্রতিনিধি

জাপানে বাংলাদেশি কর্মীর বিশাল সম্ভাবনা: পাঁচ বছরে লক্ষ্য এক লাখ, প্রস্তুতি জোরদার

জাপানে শ্রমিক সংকট মোকাবেলায় বাংলাদেশকে গুরুত্বপূর্ণ শ্রমবাজার হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামী পাঁচ বছরে দেশটি বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৯ মে) রাতে টোকিওতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "এইবিস্তারিত...