শরিয়াভিত্তিক পাঁচ ব্যাংক একীভূতকরণে সাধারণ শেয়ারধারীদের স্বার্থ বিবেচনায় নেই: বাংলাদেশ ব্যাংক
৬ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিবেদক
আর্থিকভাবে বিপর্যস্ত পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারী বা শেয়ারধারীদের স্বার্থ সংরক্ষণের বিষয়টি আপাতত বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ক্ষুদ্র শেয়ারধারীদের স্বার্থ রক্ষায় সরকার চাইলে ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করতে পারে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, আইএমএফ, বিশ্বব্যাংক ও যুক্তরাজ্যের এফসিডিওর
কারিগরি সহায়তা ও মতামতের ভিত্তিতে প্রণীত “ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫” অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধ্যাদেশে আমানতকারী, শেয়ারহোল্ডার ও পাওনাদারদের অধিকার স্পষ্টভাবে নির্ধারিত আছে।
অধ্যাদেশের ধারা অনুযায়ী, রেজল্যুশনের আওতাধীন ব্যাংকের শেয়ারহোল্ডার, দায়ী ব্যক্তি ও মূলধনধারকদের ওপর লোকসান আরোপের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের হাতে রয়েছে। তবে রেজল্যুশনের পরিবর্তে যদি ব্যাংক অবসায়ন হতো এবং শেয়ারহোল্ডাররা তাতে কম ক্ষতির মুখে পড়তেন, সেক্ষেত্রে পার্থক্য অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, আন্তর্জাতিক কনসালটিং ফার্মের বিশেষ নিরীক্ষা (AQR) ও পরিদর্শনে দেখা গেছে—উল্লিখিত পাঁচ ব্যাংক বিশাল পরিমাণ লোকসানে রয়েছে এবং তাদের শেয়ারপ্রতি সম্পদমূল্য (NAV) ঋণাত্মক। এসব বিবেচনায় গত ২৪ সেপ্টেম্বর ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় যে, সংকটাপন্ন ব্যাংকগুলোর লোকসানের দায়ভার শেয়ারহোল্ডারদের বহন করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের আওতায় শেয়ারধারীদের স্বার্থ সংরক্ষণের বিষয়টি এখন বিবেচনায় নেই, তবে সরকার চাইলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আর্থিক সুরক্ষা দিতে ক্ষতিপূরণের সিদ্ধান্ত নিতে পারে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স থেকে ১৬টি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে যুক্ত করা হয়েছে ৯টি শেয়ার। আগামী ১৮ জানুয়ারি (রোববার) থেকে এই পরিবর্তন কার্যকর হবে।
সোমবার (১২ জানুয়ারি) ডিএসই তাদের নিজস্ব ওয়েবসাইটে এ
বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন একই বিভাগে কর্মরত অতিরিক্ত পরিচালক মো. ওয়াহেদুজ্জামান সরদার।
কেন্দ্রীয় ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট–১ বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, দীর্ঘদিনের পেশাগত দক্ষতা, গবেষণা অভিজ্ঞতা ও অবদানের স্বীকৃতি হিসেবে
চলতি ডিসেম্বর মাসে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বাড়ায় দেশের ব্যাংকিং খাতে ডলারের উদ্বৃত্ত সৃষ্টি হয়েছে। বৈদেশিক মুদ্রাবাজারে ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক সোমবার (১৫ ডিসেম্বর) ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৪ কোটি ডলার কিনে নিয়েছে।
বাংলাদেশ ব্যাংক মাল্টিপল প্রাইস অকশন
বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করলে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গেই অর্থ জমার বাধ্যবাধকতা আরোপ করেছে। সোমবার (২৪ নভেম্বর) পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস