.jpg-2025-06-02T13-00-22.766Z.jpg&w=3840&q=100)
দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আসতে চলেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ এর পঞ্চম এবং শেষ মৌসুম। নেটফ্লিক্স জানিয়েছে, এই বছরের শেষের দিকে নতুন সিজনের প্রথম পর্ব আসবে ২৬ নভেম্বর, দ্বিতীয় পর্ব মুক্তি পাবে বড়দিনে, আর সিরিজের সমাপ্তি ঘটবে নতুন বছরের রাতে। গত শনিবার (৩১ মে) লস অ্যাঞ্জেলেসের কিয়া ফোরামে অনুষ্ঠিত টুডাম
ফ্যান ইভেন্টে এই সুখবর জানা যায়। সেখানে সিরিজের তারকারা পুরনো কিছু স্মৃতিময় মুহূর্ত শেয়ার করার পর নতুন সিজনের মুক্তির তারিখ প্রকাশ করেন। সিজনটি নিয়ে নির্মাতা রস ডাফার জানান, "আমরা এক বছর ধরে শুটিং করেছি। প্রায় ৬৫০ ঘণ্টার বেশি দৃশ্য ধারণ করেছি। এটা আমাদের সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী সিজন। ভাবুন তো, এটা প্রায় আটটা ব্লকবাস্টার সিনেমার সমান।" তার ভাই ম্যাট ডাফার যোগ করেন, "এই সিজন আমাদের জন্য অনেক বেশি ব্যক্তিগত। শুটিংয়ের সময় সবাই খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিল। আমরা প্রায় ১০ বছর ধরে এই সিরিজ বানাচ্ছি, তাই প্রত্যেকের হৃদয় ও প্রাণ এতে লেগে রয়েছে। আশা করি দর্শকেরাও সেটা অনুভব করতে পারবেন।" এর আগের সিজন চারটি গত বছর গ্রীষ্মে দুই ধাপে মুক্তি পেয়েছিল। ‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজটিতে অভিনয় করেছেন মিলি ববি ব্রাউন, ফিন উলফহার্ড, নোয়া স্কনাপ, গ্যাটেন মাতারাজ্জো, ক্যালেব ম্যাকলাফলিন, নাটালিয়া ডায়ারসহ আরও অনেকে।

বলিউডের একের পর এক তারকাকে দেওয় হচ্ছে খুনের হুমকি। প্রথমে বলিউড ভাইজান সালমান খানকে হত্যার হুমকি দেয় বিষ্ণোই গ্যাং। তার বাড়ির সামনে গোলাগুলিও হয়। এরপর ২০২৪ সালের অক্টোবর মাসে এই অভিনেতার ঘনিষ্ঠ বাবা সিদ্দিককে খুন করে ওই গ্যাং। এরপর একই বছরের নভেম্বরেবিস্তারিত...

জেফার রহমান, তার গান শুধু গান থাকে না, হয়ে ওঠে পারফরমেন্স। কণ্ঠের সঙ্গে সঙ্গে তিনি নিজে শারীরিকভাবে একাত্ম হয়ে যান গানের সঙ্গে। তার গায়কী সবসময়ই যে অন্যদের থেকে আলাদা, তারই প্রমাণ দিলেন আরও একবার। ২৯ এপ্রিল ইউটিউবে প্রকাশ পেয়েছে এই সংগীতশিল্পীরবিস্তারিত...

নওয়াজউদ্দিন সিদ্দিকী সবসময়ই প্রাণ খুলে কথা বলেন। রাখঢাকের বালাই নেই। এমনকি তিনি যে তুলনামূলক অসচ্ছল পরিবার থেকে উঠে এসেছেন, এ কথা বলতেও কার্পণ্য করেন না কখনও। পরিবারের কথা বলেন অকপটে। এবার নিজের বাবাকে নিয়ে কথা বলতে গিয়ে তাকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিলেনবিস্তারিত...

বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর আজ জন্মদিন। ১৯৬২ সালের এই দিনে চট্টগ্রামে জন্ম নেওয়া এই শিল্পী আজ ৬৩ বছরে পা দিতেন। আইয়ুব বাচ্চু বাংলাদেশের আধুনিক ব্যান্ড সংগীতকে জনপ্রিয় করে তোলার অন্যতম পথিকৃৎ। তিনি একাধারে ছিলেন গিটারিস্ট, গায়ক, গীতিকার ও সুরকার।বিস্তারিত...