গাজায় মানবিক ত্রাণ প্রবেশে নিষেধাজ্ঞা জারির অভিযোগে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) শুনানিতে অংশ নেয়নি ইসরায়েল। দেশটির বিরুদ্ধে এই মামলাটিকে ‘পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে তারা। সোমবার থেকে শুরু হওয়া শুনানিতে জাতিসংঘের আইন উপদেষ্টা এলিনর হামারশোল্ড বলেছেন, গত ২ মার্চ থেকে গাজায় কোনও মানবিক সহায়তা বা বাণিজ্যিক পণ্য প্রবেশ করতে দেওয়া হয়নি।
এর ফলে গাজায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। কিন্তু জাতিসংঘ ও বিভিন্ন সহায়তা সংস্থা বলছে, ইসরায়েলের এই নিষেধাজ্ঞা গাজাবাসীর দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। গত দেড় বছরের যুদ্ধে গাজায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে, ১০ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছে এবং শহরগুলোর বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত জানুয়ারিতে দুই মাসের যুদ্ধবিরতি চলাকালে গাজায় কিছুটা সহায়তা পৌঁছালেও মার্চে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযান বাড়ায় আবারও অবরোধ কঠোর করা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ গত ডিসেম্বরে আন্তর্জাতিক আদালতের কাছে একটি উপদেশমূলক রায় চেয়ে আবেদন করে। পাঁচ দিনের শুনানিতে প্রায় ৪০টি দেশ বক্তব্য রাখবে। আদালতের রায় পেতে বেশ কিছু সময় লাগতে পারে। আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ এই আদালতের রায় বাধ্যতামূলক না হলেও এর আইনি গুরুত্ব রয়েছে এবং এটি ইসরায়েলের প্রতি বিভিন্ন দেশের নীতিকে প্রভাবিত করতে পারে। জাতিসংঘ আশা করছে, আদালত ফিলিস্তিনিদের সহায়তায় নিয়োজিত ইউএনআরডব্লিউএ সংস্থায় ইসরায়েলের নিষেধাজ্ঞাকে সমালোচনা করবে। ইসরায়েল ও জাতিসংঘের মধ্যকার সম্পর্ক ইতোমধ্যে তিক্ত। জাতিসংঘের বিভিন্ন কর্মকর্তা ও প্রতিষ্ঠান বারবার ইসরায়েলের নীতির সমালোচনা করেছেন। অন্যদিকে ইসরায়েলের অভিযোগ, জাতিসংঘ পক্ষপাতদুষ্ট এবং ইউএনআরডব্লিউএ হামাস ও তাদের মিত্রদের দ্বারা প্রভাবিত। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানের মধ্যে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। গত বছর দক্ষিণ আফ্রিকার দায়ের করা এক মামলায় ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ আনা হয়েছিল। ইসরায়েল ওই অভিযোগও অস্বীকার করে দাবি করেছিল তারা আন্তর্জাতিক আইন অনুসারে লড়াই করছে। এদিকে গাজাবাসীরা অবরোধের কারণে বেড়ে যাওয়া দ্রব্যমূল্যের বিরুদ্ধে হতাশা প্রকাশ করেছেন। দির আল-বালাহের বাসিন্দা মাহের ঘানেম বলেন, গাজায় আমরা যে জীবনযাপন করছি, তাকে জীবন বলা যায় না। সূত্র: নিউ ইয়র্ক টাইমস
পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। এমনকি পরমাণু চুক্তি না করলে দেশটিতে সরাসরি হামলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকটা একই ধরনের হুমকি আছে ইসরায়েলের পক্ষ থেকেও। এমন অবস্থায় হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটি বলেছে, আমেরিকা বা ইসরায়েল (ইরান)বিস্তারিত...
গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙা এবং জরুরি ত্রাণ পৌঁছানোর লক্ষ্যে শুরু হওয়া নতুন এক মানবিক অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ। ইতালির একটি বন্দর থেকে ‘ম্যাডলিন’ নামের একটি নৌযানে তিনি যাত্রা শুরু করেছেন কয়েকজন মানবাধিকার কর্মীর সঙ্গে। এক বিবৃতিতে থানবার্গবিস্তারিত...
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের বিরুদ্ধে প্রকাশ্যে কঠোর মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি অভিযোগ করেছেন, আলবানিজ ইসরায়েলের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন এবং দেশটির ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার নেতানিয়াহু বলেন, “ইতিহাস আলবানিজকে মনে রাখবে একজন দুর্বল রাজনীতিক হিসেবে।” এর আগেবিস্তারিত...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একের পর এক ইসরায়েলি হামলায় আরও অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৯ জন ছিলেন খাদ্য সাহায্য নিতে আসা মানুষ। একই সঙ্গে অনাহারে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। শুক্রবার (২২ আগস্ট) একবিস্তারিত...