গেল সপ্তাহে (১৪–১৮ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দরপতন হয়েছে। পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন বাজার নিম্নমুখী ছিল। এ সময়ে ডিএসইর সব সূচকই ১ শতাংশের বেশি কমেছে এবং মোট লেনদেন নেমেছে আগের সপ্তাহের তুলনায় ৩৯ শতাংশেরও বেশি। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার
৪৫০ পয়েন্টে। ডিএস৩০ কমেছে ৪৪ পয়েন্ট এবং শরীয়াহ সূচক ডিএসইএস কমেছে ১৮ পয়েন্ট। গত সপ্তাহে ৩৯৭টি সিকিউরিটিজের মধ্যে দর বেড়েছে মাত্র ৬৮টির, অপরিবর্তিত ছিল ২৩টির আর কমেছে ৩০৬টির। প্রতিদিন গড়ে ৭০১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের ১ হাজার ১৪৯ কোটি টাকার তুলনায় ৩৯ শতাংশ কম। খাতভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি অবদান ছিল ওষুধ ও রসায়ন খাতের (প্রতিদিন গড়ে ৯৫ কোটি টাকা)। এরপর ব্যাংক খাত (৮০ কোটি টাকা) এবং প্রকৌশল খাত (৭৯ কোটি টাকা)। তবে আর্থিক প্রতিষ্ঠান খাতে সর্বোচ্চ দরপতন হয়েছে—৬ দশমিক ৫০ শতাংশ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই ধারা দেখা গেছে। সেখানে সূচকগুলো ১ শতাংশের বেশি কমেছে এবং লেনদেন নেমে এসেছে ২৫ কোটি টাকারও বেশি।
অর্থ সংকটের কারণে আগামী কয়েক মাসের মধ্যেই নিজেদের শান্তিরক্ষা মিশনের পরিধি কমিয়ে আনছে জাতিসংঘ। বর্তমানে সংস্থাটির অধীনে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নয়টি শান্তিরক্ষা মিশন পরিচালিত হচ্ছে। বুধবার (৮ অক্টোবর) একাধিক জ্যেষ্ঠ জাতিসংঘ কর্মকর্তা জানিয়েছেন, শান্তিরক্ষা মিশনে যুক্তরাষ্ট্রের অর্থায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায়বিস্তারিত...