website logo

শিরোনাম

খেলাধূলা

আপত্তিকর আচরণ, বড় শাস্তি পেলেন রুডিগার

আপত্তিকর আচরণ, বড় শাস্তি পেলেন রুডিগার image
৩০ এপ্রিল ২০২৫
সায়ন্ত রহমান

বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে খেলতে নেমে আপত্তিকর আচরণের জন্য রিয়াল মাদ্রিদের তিন খেলোয়াড়কে (রুডিগার, বেলিংহ্যাম এবং লুকাস ভাসকেজ) লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। বেলিংহ্যাম ও ভাসকেজের লাল কার্ড স্বাভাবিকভাবে নেওয়া হলেও সে সময় রুডিগারের আচরণকে আলাদা দেখার কথা জানানো হয়। অভিযোগ ওঠে রুডিগার রেফারির দিকে বরফের টুকরো ছুড়ে মারেন।

advertise image

জানা যায়, ম্যাচের শেষদিকে কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে ফাউলের বাঁশি বাজানোতে ক্ষিপ্ত হয়ে যান রুডিগার এবং লুকাস ভাসকেজ। দুজনকেই সরাসরি লাল কার্ড দেন ম্যাচ রেফারি। তারা তখন বদলি হয়ে ডাগআউটে ছিলেন। সেখান থেকে রুডিগার তেড়ে আসেন রেফারির দিকে। সতীর্থ ও কোচিং স্টাফরা তাকে থামানোর চেষ্টা করেন। সেখান থেকে তিনি বরফের টুকরো রেফারির দিকে ছুড়ে মারেন। আর এই আচরণের জন্য ৬ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার অ্যান্তোনিও রুডিগার। মঙ্গলবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে রুডিগারের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। রেফারির প্রতিবেদনের ভিত্তিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন রুডিগারকে ৬ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে। যদিও তিনি ক্ষমা চেয়ে বলেছিলেন, এমন আচরণের কোনো অজুহাত নেই। তবে ক্ষমা চেয়েও পার পাননি জার্মানির এ ডিফেন্ডার। ফলে চলতি মৌসুমে তিনি রিয়ালের হয়ে লা লিগায় আর মাঠে নামতে পারবেন না। এমনকি আগামী মৌসুমেরও প্রথম ম্যাচ মিস করবেন তিনি।

আবার আবরারের সেঞ্চুরি, বাংলাদেশের হ্যাটট্রিক জয় image
৩ মে ২০২৫
নিজস্ব প্রতিবেদক

আবার আবরারের সেঞ্চুরি, বাংলাদেশের হ্যাটট্রিক জয়

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বাংলাদেশের ওপেনার জাওয়াদ আবরার। ৫ দিনের ব্যবধানে চতুর্থ ম্যাচে এসে আরও একটি সেঞ্চুরির দেখা পেলেন যুব দলের এই ওপেনার। তার খেলা ১১৩ রানের ইনিংসে ৩৩৬ রান করে বাংলাদেশ। কঠিন লক্ষ্যে খেলতেবিস্তারিত...

শ্রীলংকার কাছে ২৭ রানে হারল জুনিয়র টাইগাররা image
৫ মে ২০২৫
নিজস্ব প্রতিবেদক

শ্রীলংকার কাছে ২৭ রানে হারল জুনিয়র টাইগাররা

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ম্যাচে ২৭ রানের ব্যাবধানে হেরেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। সোমবার (৫ মে) ছয় ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার কাছে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায় সফরকারীরা। শ্রীলঙ্কার দেওয়া ১৯৭ রানের জবাবে ১৬৯ রানে থেমেছে আজিজুল হাকিমবিস্তারিত...

এমবাপ্পের রেকর্ড কেড়ে নিলেন ইয়ামাল image

এমবাপ্পের রেকর্ড কেড়ে নিলেন ইয়ামাল

বার্সেলোনার জালে দুইবার বল জড়িয়ে দেয় ইন্টার মিলান। দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় কাতালানরা, যার শুরুটা করেন লামিনে ইয়ামাল। একক প্রচেষ্টায় দারুণ এক গোলে ব্যবধান কমান স্প্যানিশ তারকা। তাতে করে কিলিয়ান এমবাপ্পের একটি রেকর্ডও কেড়ে নিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগবিস্তারিত...

রাজস্থানকে বিধ্বস্ত করে শীর্ষে মুম্বাই image
২ মে ২০২৫
নিজস্ব প্রতিবেদক

রাজস্থানকে বিধ্বস্ত করে শীর্ষে মুম্বাই

জয়পুরে মুম্বাই ইন্ডিয়ান্স ২১৭ রানের পাহাড় গড়েছিল। তারপর গুজরাট টাইটান্সের বিপক্ষে তাণ্ডব চালানো বৈভব সূর্যবংশীকে একই রূপে দেখার অপেক্ষায় ছিলেন রাজস্থান রয়্যালসের ভক্ত-সমর্থকরা। এবার আর ১৪ বছর বয়সী ওপেনারে ব্যাটে বিস্ফোরণ হলো না। উল্টো পুরো ব্যাটিং লাইনআপ ভেঙে গেলো জসপ্রীতবিস্তারিত...