বার্লিন, ১৯৩৯-১৯৪৫ – জার্মানির অন্যতম প্রখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মেরসিডিজ-বেঞ্জ (তৎকালীন ডাইমলার-বেঞ্জ) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি সরকারের হয়ে ব্যাপক সামরিক উৎপাদন কার্যক্রমে অংশ নেয়। কোম্পানিটি জার্মান সেনাবাহিনীর জন্য ট্রাক, সামরিক যান, ও যুদ্ধবিমান ইঞ্জিন উৎপাদন করত। বিশ্বজুড়ে এই প্রতিষ্ঠান এখন বিলাসবহুল গাড়ির জন্য বিখ্যাত হলেও, যুদ্ধকালীন সময় তারা নাৎসি সরকারের সাথে
ঘনিষ্ঠভাবে কাজ করেছিল। ঐ সময় ডাইমলার-বেঞ্জ প্রায় ৩৪,০০০ জোরপূর্বক শ্রমিক ব্যবহার করেছিল, যাদের অনেকেই বন্দী শিবির থেকে আনা হয়েছিল। ইতিহাসবিদদের মতে, এই শ্রমিকরা কঠিন পরিবেশে, প্রায় অমানবিক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য হতেন। অপরদিকে, ডাইমলার-বেঞ্জ যুদ্ধ শেষ হওয়ার পর তাদের অতীত কার্যকলাপের দায় স্বীকার করে। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে প্রতিষ্ঠানটি তাদের ইতিহাসের জন্য দুঃখপ্রকাশ করে এবং Holocaust survivor ও তাদের পরিবারদের জন্য ক্ষতিপূরণ তহবিলে অর্থ প্রদান করে। মেরসিডিজ-বেঞ্জের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভূমিকা প্রতিষ্ঠানটির ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হলেও, এটি বর্তমানে তাদের দায় স্বীকার ও স্বচ্ছতা নীতির একটি উদাহরণ হিসেবে গণ্য করা হয়।