ঢাকা, ৫ আগস্ট: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত 'জুলাই ঘোষণাপত্র' পাঠ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আরও বেশ কিছু রাজনৈতিক দলের প্রতিনিধি। তবে মূলধারার চারটি বাম দল এই আয়োজনে অংশগ্রহণ না করে অনুষ্ঠানটি বর্জন করেছে। তাদের অভিযোগ—ঘোষণাপত্রের বিষয়বস্তু সম্পর্কে
আগে কোনো তথ্য না জানানোয় তারা এই অনুষ্ঠানে অংশ নিতে অনিচ্ছুক ছিলেন। ঘোষণাপত্র পাঠ করেন অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর), গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এলডিপি’র মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জেএসডি’র সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমান, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের, এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ ও মহাসচিব মোমিনুল আমিন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল কাইউমসহ আরও অনেকে। বাম দলগুলোর বর্জন চারটি মূলধারার বাম দল—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্কসবাদী) এবং শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)—এই অনুষ্ঠান থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। তাদের অভিযোগ, ঘোষণাপত্রে কী রয়েছে সে বিষয়ে আগে থেকে কিছুই জানানো হয়নি। তাই তারা “সাক্ষী গোপাল” হতে রাজি হননি। সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “ঘোষণাপত্রে কী আছে, কী নেই তা আমাদের জানানো হয়নি। তাই সেখানে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করিনি।” বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা বলেন, “ঘোষণাপত্রের খসড়া আগে দেখানো হলে হয়তো যাওয়া যেতো। না জেনে গেলে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে পারতাম। তাই আমরা অংশ নিইনি।” উপসংহার বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতিতে 'জুলাই ঘোষণাপত্র' পাঠ অনুষ্ঠানে একদিকে যেমন ঐক্যবদ্ধতার আভাস মিলেছে, অন্যদিকে বাম দলগুলোর বর্জন ইঙ্গিত দেয় যে রাজনৈতিক সংলাপ এবং সমঝোতার ক্ষেত্রে এখনো অনেক প্রশ্ন ও দ্বিধা রয়ে গেছে।
সম্প্রতি ভারতের কলকাতার বাংলা দৈনিক এই সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে বলে দাবি করা হলেও সেটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বিএনপি। বুধবার (২৪ সেপ্টেম্বর) দলের সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এবিস্তারিত...
বাংলাদেশ ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে— ৫৩ বছরের সদস্যপদে এ প্রথমবারের মতো এ ঐতিহাসিক সাফল্য অর্জন করল দেশটি। বাংলাদেশের এই অর্জনে দেশজুড়ে গর্ব ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। গত ৭ অক্টোবর ২০২৫, ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর নির্বাহী বোর্ডেরবিস্তারিত...
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এক শিক্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষক–শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তাঁরা এ কর্মসূচি পালন করেন। একই দাবিতে গতকাল রোববার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশবিস্তারিত...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমানকে ক্লোজ করার ঘটনায় বিতর্ক দেখা দিয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের সরকারি ফেসবুক পেজে জানানো হয়, প্রচলিতবিস্তারিত...